ঢাকা মঙ্গলবার, ১১ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


মহাকাশে ৩৭৪ দিন! অবশেষে পৃথিবীতে


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩১

আপডেট:
২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪২

মহাকাশে ৩৭৪ দিনের সফল অভিযান সম্পন্ন করে অবশেষে পৃথিবীতে ফিরে এলেন ৩ নভোচারী। ২৩ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় (১১.৫৯ জিএমটি) রাশিয়ান নভোযান সোয়ুজ ক্যাপসুলে করে ফিরে আসা নভোচারীরা সফল অবতরণ করেন কাজাখস্তানের বিখ্যাত প্রান্তরে।

সোয়ুজ এমএস-২৫ মহাকাশযানটি অবতরণের পর টেকনিক্যাল বিশেষজ্ঞরা হ্যাচ (নভোচারীদের বহন করার ছোট চেম্বার) খুলে নভোচারীদেরকে আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস)-এর ল্যান্ডিং ক্যাপসুল থেকে বের হতে সহায়তা করেন। উল্লেখ্য, ক্যাপসুলটির নিরাপদ অবতরণে প্যারাসুট ব্যবহার করা হয়।

অভিযান শেষে ফিরে আসা নভোচারী ৩ জন হলেন রাশিয়ার দুই কসমোনট নিকোলাই চাব ও ওলেগ কোনোনেনকো এবং নাসার ট্রেসি ডাইসন। উল্লেখ্য, রাশিয়ার নভোচারীদেরকে রাশিয়ান ভাষায় ‘কসমোনট’ হিসেবে অভিহিত করা হয়। ঠিক যেমন চীনের নভোচারীরা ‘তাইকোনট’ এবং ভারতের নভোচারীরা ‘ভায়োমোনট’ নামেও পরিচিত।

রুশো-আমেরিকান এই যৌথ মহাকাশ অভিযানে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস-এর কসমোনট নিকোলাই এবং ওলেগ ৩৭৪ দিন মহাকাশে কাটিয়েছেন। অন্যদিকে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী ডাইসন ছিলেন ১৮৪ দিন।




আপনার মূল্যবান মতামত দিন:

Top