ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান ভস্মিভুত কোটি টাকার ক্ষয়ক্ষতি


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২১ ০২:০৩

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১০:৪৫

 

গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এসময় ৭টি দোকান ঘর সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে । শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার বানিয়ারচর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এসময় মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার ব্যাপি যানজটের সৃষ্টি হয় । অগ্নিকান্ডের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে । ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিস, পুলিশ, ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার বিকালে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার বানিয়ারচর বাজারের একটি দোকান ঘরের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে । এসময় শংকরের মোবাইলের দোকান, নিখিল ডাক্তারের ঔষধের দোকান, বিধানের সিমেন্টের দোকান, কালামের পাট ও সুটকির আড়ৎ, অন্তার চা দোকান, রাম ও লিটনের ফার্নিচারের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় । ব্যবসায়ীরা জানায়, এ অগ্নিকান্ডে আমাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার ব্যাপি যানজটের সৃষ্টি হয় । ফলে সাধারন যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয় । খবর পেয়ে রাজৈর, মুকসুদপুর ও গোপালগঞ্জের ফায়ার সার্ভিস ও পুলিশ এসে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । পরে উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, ইউএনও যোবায়ের রহমান রাশেদ, পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, ওসি আবু বকর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন । গোপালগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম জানান, রাজৈর একটি ইউনিট, মুকসুদপুর দুটি ইউনিট ও গোপালগঞ্জ দুটি ইউনিট দ্রুত কাজ করে আগুন নিভাতে সক্ষম হই। 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top