ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ঢাকাসহ ৬ জেলায় কালবৈশাখী ঝড়ের আঘাত


প্রকাশিত:
১৪ মার্চ ২০২১ ০২:৩১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৪:৫৫

চলতি বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে ঢাকাসহ ৬ জেলায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। সেই সঙ্গে বৃষ্টিও হচ্ছে।

জানা গেছে, ঢাকায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বইছে। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলার ঝড় বয়ে যায় রাজধানীর উপর দিয়ে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল ও মাদারীপুর অঞ্চলসমূহ দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।

এদিকে, রাজধানীতে দুপুরের পর থেকে মেঘের ঘনঘটা থাকলেও মনে হয়েছে এই বুঝি ঝুম বৃষ্টি এলো, অবশেষে দুপুর গড়িয়ে বিকালে সেই বৃষ্টি নেমেছে। এদিকে, ঝড়ো হাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top