ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির নতুন রেকর্ড


প্রকাশিত:
৬ নভেম্বর ২০২১ ১১:৫৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৮:৪৯

বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গমন আশঙ্কাজনক হারে বেড়েছে। গত বছর তা নতুন রেকর্ড মাত্রায় পৌঁছেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ২৬) আগে গতকাল সোমবার এ সতর্কবার্তা দিল সংস্থাটি। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) গ্রিনহাউস গ্যাস বুলেটিন জানিয়েছে, গত বছর গ্যাস বৃদ্ধির হারে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রিনহাউস গ্যাস নির্গমনের বার্ষিক গড় বেড়েই চলেছে এবং এ ধারা ২০২১ সালেও অব্যাহত রয়েছে। ডব্লিউএমও বলেছে,কভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে নতুন নির্গমন সাময়িক কমেছে। কিন্তু গ্রিনহাউস গ্যাসের বায়ুমণ্ডলের স্তর এবং তাদের বৃদ্ধির হারের ওপর এর কোনো স্পষ্ট প্রভাব পড়েনি। সংস্থাটি জানিয়েছে, যতদিন নির্গমন অব্যাহত থাকবে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ততদিন অব্যাহত থাকবে এবং অধিক মাত্রায় কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতির মধ্যেও এমনটা হতে থাকবে। এমনকি যদি নির্গমন দ্রুত শূন্যে কমে যায় তবুও তা ব্যাহত থাকতে পারে। কারণ গত কয়েক দশক ধরে গ্রিনহাউস গ্যাস নির্গমন বেড়েই চলেছে। গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে কপ২৬ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন।

ডব্লিউএমওর প্রধান পেটেরি তালাস বলেন, গ্রিনহাউস গ্যাস বুলেটিনে কপ২৬ জলবায়ু সম্মেলনের আলোচকদের জন্য একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক বার্তা রয়েছে। গ্রিনহাউস গ্যাসের ঘনত্বের বৃদ্ধির বর্তমান এ হার অব্যাহত থাকলে এই শতাব্দীর শেষ নাগাদ আমরা তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে দেখব, যা প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। খবর এএফপির।

সূত্রঃ দৈনিক সমকাল 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top