ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

আবার দূষণের শীর্ষে ঢাকার বায়ু


প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২০ ০৩:১১

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১০:৩৩

ফাইল ছবি

প্রাইম বাংলা: রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানের তাপমাত্রা কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান আবার খারাপ হতে শুরু করেছে। গতকাল সোমবার দিনের বেশির ভাগ সময় রাজধানীর বায়ুর মান ছিল খুবই অস্বাস্থ্যকর।

বৈশ্বিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল রাত পৌনে আটটায় বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে ঢাকার বাতাস দূষণের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। ঢাকার পরেই ছিল ভারতের দিল্লি ও পাকিস্তানের করাচির স্থান।

গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল রাজশাহীতে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ১ সেলসিয়াস।

সূত্র: প্রথম আলো


বিষয়: ঢাকা



আপনার মূল্যবান মতামত দিন:

Top