ঢাকা শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১

৬.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৪ ২০:৪৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:১০

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মানির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জেএফজেড এ তথ্য জানিয়েছে। তবে ভূমিকম্পের ফলে দেশটিতে এখনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। 

সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপের প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে।

এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। মোলুক্কা সাগরে ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।




আপনার মূল্যবান মতামত দিন:

Top